জামালপুর প্রতিনিধি : শীত মৌসুমের অন্যতম সবজি শিম। জামালপুর জেলার ৭টি উপজেলায় ব্যাপকভাবে শিমের আবাদ বেড়েছে। বিগত মৌসুমের তুলনায় এবার শিমের আবাদ বেশি হয়েছে। বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে ফসলি জমিতে শুধু শিম আর শিম। শিমের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
জামালপুর সদর উপজেলাধীন চরাঞ্চলগুলোতে ব্যাপক শিমের আবাদ হয়েছে। লক্ষীরচর, রায়ের চর, টেবিরচর, তুলশীরচর শিমের আবাদ এতটাই বেড়েছে যা বিগত কোন মৌসুমে হয়নি। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় কৃষকদের মাঠপর্যায়ে শিম চাষে উদ্বুদ্ধ করায় এসব চরে দ্বিগুণ জমিতে শিম চাষ করে বাম্পার ফলন পেয়েছে। শিম চাষ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় চরাঞ্চলগুলোতে ব্যাপক আকার ধারণ করেছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জামালপুর শিম চাষ বৃদ্ধির পেছনে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ব্যাপকভাবে সহায়তা করেছে। কৃষকদের উন্নতজাতের বীজ সরবরাহ, পরিমিত সার ও কীটনাশক ঔষধ ব্যবহার পদ্ধতি শিখিয়ে দেয়ায় এবার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা দ্বিগুণ মূল্যে শিম বিক্রি করতে পারছে। ফলে গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।