জামালপুর প্রতিনিধি : জামালপুর কৃষি নির্ভরশীল এলাকা। জেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় উন্নত জাতের মসলা চাষের আগ্রহ বেড়েছে। আশা করা যাচ্ছে, আগামী মৌসুমে মসলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
জানা যায়, সদর উপজেলাধীন বাঁশচড়া শ্রীপুর পলাশতলা এলাকায় মসলা চাষ হতো। কিন্তু ফলন সুবিধা না হওয়ায় অনেকে মসলা চাষ ছেড়ে দিয়েছিল। এবার কৃষি বিভাগ হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কৃষকদেরকে মসলা চাষে আগ্রহ প্রকাশ করছে। বিনা পিয়াজ-১, বিনা পিয়াজ-২, বিনা মরিচ-১ ও বিনা রসুন-২ চাষের দিকে ঝুঁকে পড়েছে এলাকার কৃষকেরা। এদিকে রায়ের চর, টেবিরচর, কাজিয়ারচর এলাকায় এসব উন্নত জাতের মসলা চাষের জন্য স্থানীয় কৃষি বিভাগ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। ইতোমধ্যে তারা মাঠপর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। ফলে মসলা চাষ এখন সময়ের ব্যাপারে পরিণত হয়েছে। এছাড়া মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় মসলা চাষ ছড়িয়ে পড়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মসলা চাষের জন্য বেশ কয়েকটি এলাকা উপসহকারী কৃষি কর্মকর্তারা বেছে নিয়েছে। ইতোমধ্যে ডাংধরা চিনাডুলি, মইয়াডাঙ্গা, টগারচর এলাকায় উন্নতজাতের মসলা চাষের কার্যক্রম শুরু করে দিয়েছে। কৃষকদের আগ্রহ ব্যাপক। ফলে গ্রামীণ অর্থনীতিতে মসলা চাষে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এতে লাভবান হবে এলাকার কৃষকেরা।