একা এক রবিন্দ্র জাদেজার কাছেই ইনিংস ব্যবধানে পরাজয় মানতে বাধ্য হলো শ্রীলঙ্কা। ব্যাট হাতে ১৭৫ রানে অপরাজিত থাকার পর বল হাতে দুই ইনিংসে তিনি একাই নিয়েছেন ৯ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্স কেউ দেখালে প্রতিপক্ষের অবস্থা কী হতে পারে, একবার ভেবে দেখুন!
শ্রীলঙ্কার অবস্থা হয়েছে তথৈবচ। মোহালি টেস্টে রবিন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যের কাছে মাত্র তিন দিনের মধ্যেই এক ইনিংস ও ১২২ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেছে শ্রীলঙ্কা।
দ্বিতীয় দিন শেষ বিকেলেও এতটা বাজে পরিস্থিতির শিকার হতে হবে, ভাবতে পারেনি লঙ্কানরা। ভারতের করা ৫৭৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে তাদের রান ছিল ৪ উইকেটে ১০৮। পাথুম নিশাঙ্কা এবং চারিথ আশালঙ্কা ছিলেন লঙ্কানদের আশার প্রদীপ হয়ে।
কিন্তু তৃতীয় দিন এসে শ্রীলঙ্কার পড়লো মোট ১৬ উইকেট। এর মধ্যে একা ৮টি উইকেটই নিলেন জাদেজা। ১৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতেও এতটা বিধ্বংসী হয়ে উঠবেন তিনি, এমনটা কে ভেবেছিল। বিরাট কোহলির শততম টেস্টটাকে পুরোপুরি নিজের করে নিলেন জাড্ডু।
সে সঙ্গে ভাঙলেন ৪৯ বছরের রেকর্ড। একই টেস্টে ব্যাটিংয়ে ন্যুনতম ১৫০ রান ও বোলিংয়ে অন্তত ৫ উইকেট নেওয়া বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হলেন জাদেজা। সবশেষ ১৯৭৩ সালে দেখা গেছে এমন কীর্তি। প্রায় ৪৯ বছর পর এই রেকর্ডে নিজের নাম তুললেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজা।
তৃতীয় দিন সকালে ৪ উইকেটে ১০৮ থেকে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ১৭৪ রানে। আগেরদিন অপরাজিত থাকা তিন নম্বরে নামা ব্যাটার পাথুম নিশাঙ্কা শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন। ১৩৩ বল খেলে তিনি করেন ৬১ রান। আশালঙ্কা করেছিলেন ২৯ রান। শেষ দিকে টানা চারজন ব্যাটার কোনো রানই করতে পারেননি। সবার নামের শেষেই শোভা পাচ্ছে একটি করে শূন্য।
রবিন্দ্র জাদেজা প্রথম ইনিংসে লঙ্কানদের ৫জন ব্যাটারকে পাঠিয়েছেন সাজঘরে। আগেরদিন নিয়েছিলেন ১ উইকেট। আর আজ শুরুতে নিরোশান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো এবং লাহিরু কুমারার উইকেট নেন তিনি। মাত্র ১৩ ওভার বল করে ৪১ রান দিয়ে এই ৫ উইকেট দখল করেন জাদেজা।
১৭৪ রানে অলআউট হওয়ার পর স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কাকে ফলোঅনে পড়তে হলো। ৪০০ রানে এগিয়ে থাকার ফলে ভারতীয়রাও ফলোঅন করালো লঙ্কানদের।
দ্বিতীয় ইনিংসে লিড দেয়া তো দুরে থাক, ৪০০ রানের বিশাল পাহাড় টপকে যাওয়া অসম্ভব ছিল শ্রীলঙ্কার সামনে। তারওপর, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও যেভাবে রবিন্দ্র জাদেজা বিধ্বংসী হয়ে উঠলেন, তাতে লঙ্কানদের উইকেটে টিকে থাকাই অসম্ভব হয়ে উঠছিল।
প্রথম ইনিংসে ৬১ রানে অপরাজিত থাকা পাথুম নিশঙ্কা দ্বিতীয় ইনিংসে আউট হলেন কেবল ৬ রান করে। ওপনার লাহিরু থিরিমানে শূন্য রানে আউট হওয়ার পরই ডায়রিয়া শুরু লঙ্কান ব্যাটিং লাইনআপে। সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন নিরোশান ডিকভেলা। ৩০ রান করে ধনঞ্জয়া ডি সিলভা, ২৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং ২৭ রান করেন দিমুথ করুনারত্নে।
কিন্তু জাদেজা আর রবিচন্দ্র অশ্বিন দুই প্রান্ত থেকে মায়াবী ঘূর্ণির জাল বিস্তার করেন। দ্বিতীয় ইনিংসে দু’জনই নেন ৪টি করে উইকেট। বাকি ২ উইকেট নেন পেসার মোহাম্মদ শামি।