গাপালগঞ্জ সংবাদদাতা: জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর পরিচালক (কৃষি) মোঃ মাহমুদুন্নবী। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২০/২১ এর আওতায় দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ নানা বিষয়ে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনে শুদ্ধাচার নীতিমাল ২০১৭ অনুযায়ী তাকে পুরস্কার প্রদান করা হয়।
বৃহস্পতিবার মোঃ মাহমুদুন্নবী তার দপ্তরে বসে পুরস্কার প্রাপ্তির বিষয়টির সংবাদকর্মীদের নিশ্চিত করেন।
মোঃ মাহমুদুন্নবী বলেন, বাপার্ড প্রতিষ্ঠার পরে আমি এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে আমি আমার দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। আর কাজের মূল্যায়ণ হিসেবে আমি জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। আমি যতদিন এই প্রতিষ্ঠানে চাকুরী করবো ততদিন আমার পুরোটা দেওয়ার চেষ্টা করবো।