ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান আইএসএসএফ গ্র্যাঁ প্রিঁ তে এবার রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। শনিবার ১০ মিটার এয়ার রাইফেলের ছেলেদের দলগত ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলী।
প্রথম দিনে ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের এককে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের নাফিশা তাবাসসুম। এরপর ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন নাফিশা।
১০ মিটার এয়ার রাইফেলের ছেলেদের দলগত ইভেন্টের ফাইনালে সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের গাই তিয়ানুরি, লিওনেল জেং জই ওং এবং লিয়েতন মারাত ভেলোসো মিলে স্কোর করেন ১৬। বাংলাদেশের শুটাররা করেছেন ১৪ পয়েন্ট।
নাফিসা তাবাসসুম, সৈয়দা আতকিয়া হাসান ও সাজিদা হকের বাংলাদেশ দল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে। ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলের স্কোর ৬১৮.২।
এর আগে বাংলাদেশের মেয়েরা বাছাইপর্বে ৯২৪.১ স্কোর করেন। এই ইভেন্টে ফাইনালে উঠেছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ফাইনালে ওঠার পথে ইন্দোনেশিয়া করেছে ৬২৭.৫ পয়েন্ট। আর সিঙ্গাপুরের স্কোর ৬২২.৫।
এয়ার পিস্তলের মিশ্র ইভেন্টের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ-১ দল। এই দলে অংশ নেন শাকিল আহমেদ ও আনজিলা আমজাদ।