২০২১ সালে দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য ছিল না। শেষ মুহুর্তে সেই সাফল্য খরা ঘোঁচান নারী ফুটবলাররা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীক্ষণে ২২ ডিসেম্বর মারিয়া-তহুরারা আনন্দঘন মুহূর্ত এনে দেন। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়ন হয়।
সেই চ্যাম্পিয়ন দলকে আগামীকাল বাংলাদেশ সেনাবাহিনী সংবর্ধনা দেবে। আগামীকাল সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ মারিয়া-তহুরাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মারিয়া-তহুরারা কিছু দিন আগে বসুন্ধরা গ্রুপ থেকে সংবর্ধনা পেয়েছেন। দলের প্রত্যেকে এক লাখ টাকা করে আর্থিক সম্মাননা পেয়েছিলেন। বসুন্ধরা গ্রপের পর এবার বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা পাবেন নারী ফুটবলাররা। বাফুফে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে নারী দলের সংবর্ধনা দেয়নি।