চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চৌহালী ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় ও বিভিন্ন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রায় ১০০ গরীব শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার কোদালিয়া বাজার অস্থায়ী কার্যালয়ে চৌহালী ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং চৌহালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চৌহালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আবু দাউদ রানার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, চৌহালী ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম মোকদম, যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আমির হোসেন, মোঃ রাসেল রানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়া কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই মহতি উদ্যোগকে স্বাগত জানান। এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সকলকে চৌহালী ফাউন্ডেশনের পাশে থাকার অনুরোধ করেন প্রধান অতিথি ইউএনও মোস্তাফিজুর রহমান।