চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কয়েকদিন আগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার (Jahid hasan uzzal) নামক একটি ফেইসবুক পেইজ থেকে “মোঃ আয়ুব আলী আরিফ সরকার ও মিলন পাশা ইয়াবা সেবনকারী বা ব্যবসায়ী” শিরোনামে প্রকাশিত আপত্তিকর লেখা কিংবা সংবাদটি প্রচারে দৃষ্টিগোচর হওয়ায় নিন্দা ও বিক্ষোভ করেছেন সমাজবাসী।
গতকাল বুধবার উমারপুর ইউনিয়নে দত্তকান্দি বাজারে আরিফ বিএসসির নেতৃত্বে প্রকাশিত সংবাদের নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতা ও একজন শিক্ষাগুরুকে জড়িয়ে এবং ছবি ব্যবহার করে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা খুবই দুঃখজনক ও মানহানিকর। যা তার প্রকৃত জীবনের সাথে কোন প্রকার সম্পৃক্ততা নেই ও ছিল না। সুনামের সহিত দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি ও একজন সফল শিক্ষক আরিফ সরকার, তাকে জড়িয়ে সমাজের একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল ইয়াবা সেবনকারী ও ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে। রাজনৈতিক ও শিক্ষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করে এ পরিবারকে চরমভাবে সম্মানহানি করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভে উপস্থিত ছিলেন সাবেক উমারপুর ইউপি চেয়ারম্যান আঃ কাদের বিএসসি, কেএম দত্তকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী ওরফে আরিফ সরকার, দলের স্থানীয় নেতৃবৃন্দসহ দত্তকান্দি গ্রামবাসী।