চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে অর্থদন্ড ও অনাদায়ে কারাদন্ড দেওয়া হয়েছে। গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া ঘাটসহ আশপাশের তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের মধ্যে কুর্কি কলেজপাড়া গ্রামের আব্দুল আলীম (৫০), খাষপুকুরিয়া উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুল মান্নান (৪২) ও পার্শ্ববর্তী নগরপুর উপজেলার বনগ্রাম গ্রামের আরিফুল ইসলাম (৩২)কে সনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরাধীরা তাৎক্ষণিকভাবে অর্থদন্ড পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার প্রতিশ্রুতি দেয়। মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করে। সেখানে উপ-পরিদর্শক আবদুল ছাদেক দেওয়ান ও তার দল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।