মাহমুদুল হাসান
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টায় খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত উদ্বোধন করেন খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবলু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম আদালতের মামলা নিষ্পত্তিকরণের লক্ষ্যে বাদি বনাম বিবাদিসহ আগত সকল সহযোগীদের উদ্দেশ্যে খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবলু বলেন, অল্প সময়ে এবং স্বল্প খরচে গ্রাম আদালতে সঠিক বিচার পাওয়ার সুযোগ রয়েছে। উভয়পক্ষের মনোনীত ব্যক্তির সমন্বয়ে বিচারকার্য সম্পন্ন হয় বলে গ্রাম আদালতে ন্যায়বিচার পাওয়া সম্ভব। গ্রাম আদালতে সমস্যা নিষ্পন্ন হলে উভয়ের মধ্যে পূর্বের ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনা যায়। গ্রামের বিচার গ্রামেই নিষ্পত্তি হলে এলাকার অপরাধ প্রবণতা হ্রাস পেয়ে শান্তি প্রতিষ্ঠার সুযোগ থাকে। তাছাড়া গ্রাম আদালতের কারণে উপজেলা জজ ও জেলা জজসহ বিভিন্ন আদালতে মামলা জট কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি দীর্ঘমেয়াদী মানুষের হয়রানি কমবে। আজ থেকে খাসপুকুরিয়া ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালতে বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খাসপুকুরিয়া ইউনিয়নের গ্রাম আদালতে বিচার ব্যবস্থা দিন দিন প্রশংসনীয় হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।