মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই ও চর সলিমাবাদ গ্রামের প্রায় ৩৫/৪০টি বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু বসতি। এসব বাড়িঘরের মানুষ শেষ সম্বল হারিয়ে এখন কোথায় আশ্রয় নিবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে। অনেকে আবার বসতঘর ও আসবাবপত্র নৌকায় করে নিয়ে আত্মীয়স্বজনের বাড়ি অথবা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিচ্ছে। হঠাৎ ভাঙ্গনের তান্ডবে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ হার্ট পয়েন্টের গেজমিটার রিডার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে চৌহালী উপজেলার দায়িত্বে থাকা টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই ও চর সলিমাবাদ গ্রামের যমুনা নদীর ভাঙ্গন রোধে একটি পরিকল্পনা হাতে নিয়ে তা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ওই ভাঙ্গন কবলিত এলাকায় বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলার কাজ শুরু করা হবে।