চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ মোবারক আলী রকি নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহত মোবারক আলী চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে।
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে গেছে, শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি ট্রাক ফেনীগামী অপর একটি ড্রাম ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ড্রাম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় হেলপার রকিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ হোসেন জানান, গুরুতর আহত হেলপার মোবারক আলী রকির মৃত্যু হাসপাতালে আনার পূর্বেই হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।