মাইলফলকটা ছুঁয়ে ফেলতে পারতেন গত বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই। কিন্তু ওমান-আরব আমিরাতে ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মুশফিকুর রহিমকে। ফলে বেড়ে যায় অপেক্ষা।
সেই অপেক্ষা আরও দীর্ঘায়িত হয় আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজ শুরুর আগেরদিন আঙুলের চোট পেলে। যে কারণে খেলতে পারেননি বৃহস্পতিবারের ম্যাচটি। অবশেষে চোট কাটিয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলার জন্য প্রস্তুত এ অভিজ্ঞ ব্যাটার।
শুক্রবার দুপুরে মুশফিকের ইনজুরির আপডেট জানিয়ে দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘বুধবার মুশফিকুর রহিমের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগার পরে আমরা এক্স-রে করিয়েছিলাম। সেখানে কোনো ফ্র্যাকচার বা এ জাতীয় কিছু ধরা পড়েনি। তো গতকাল আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। সেখানেও কোনো অস্বাভাবিক কিছু আসেনি।
আজ দলের ঐচ্ছিক অনুশীলনে স্বাভাবিক ব্যাটিংও করেছেন মুশফিক। তাই কালকের ম্যাচ খেলতে বাধা নেই তার, ‘আজকে সে ব্যাটিং করেছে। থ্রো ডাউন খেলেছে, স্পিন বলে নেট সেশন করেছে, পেস বোলিংয়েও করেছে। তো সবমিলিয়ে সে ভালো আছে। কালকে ম্যাচের একাদশে বিবেচনার জন্য এভেইলেবল থাকবে।’
মুশফিক ফুল ফিট হয়ে ফেরায় এখন প্রশ্ন দাঁড়িয়েছে, কার জায়গায় একাদশে ঢুকবেন তিনি? বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বির। তিনি ৭ বলে করেন ৮ রান। মুশফিককে একাদশে নিতে হলে হয়তো কপাল পুড়বে রাব্বিরই।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দশজন ক্রিকেটার ১০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন। মুশফিককে নিয়ে পূরণ হবে ১০০ ম্যাচ খেলা ক্রিকেটারদের একাদশ। তার আগেই এই ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অবশ্য নিজের শততম টি-টোয়েন্টিতে হতাশই করেছিলেন মাহমুদউল্লাহ। গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল মাহমুদউল্লাহর শততম টি-টোয়েন্টি। সেদিন ৭ বলে মাত্র ৩ রান করে আউট হয়েছিলেন তিনি। দেখার বিষয়, মুশফিক নিজের শততম ম্যাচে কেমন করেন।