জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা ও নির্বাচনী বিধি অমান্য করে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন এই চিত্রনায়িকা। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী জায়েদ খান। নিপুণ দাবি করেছেন, ‘জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের আড়ালে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নিয়ে আমি নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেছি।’
এদিকে অভিযোগ নিয়ে জায়েদ খান বলেন, ‘শীতের দিন পাঞ্জাবির সঙ্গে সবাই চাদর পরেন। আর এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন যে টাকা দেবো? তারাও তো ভোট চাইছেন। তাহলে আমার দোষ কোথায়? আমি আসলে ভালো কাজ করেছি তাই আমাকেই আটকাতে চাচ্ছেন।’
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল চিত্রপাড়া। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। দুই প্যানেলে একটির সভাপতি হিসেবে লড়ছেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ।