চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বর্ণগুলো জব্দ করা হলেও পরদিন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। আটককৃত ব্যক্তি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আব্দুর রাহিম (৩০)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অদিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী ১৮ হাজার আটশত পঁচানব্বই টাকাসহ রহিমকে আটক করে। উদ্ধার হওয়া সোনার মূল্য ৪৩ লক্ষ ৪৮ হাজার ৭৮৪ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের মাধ্যমে চোরাকারবারীকে থানায় সোপর্দ করা হয় এবং জব্দকৃত স্বর্ণ ও টাকা ট্রেজারীতে জমা হয়।
এর আগে গত বৃহস্পতিবার একই ব্যাটালিয়ন একই সীমান্তে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়াসহ একজনকে আটক করে।