চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আব্বাস বাজারে মিয়া প্লাজা-৩ এর সামনে হতে জোনাকী কল্যাণ সমিতিতে সাধারণ মানুষের জমাকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে র্যাব-৫। গ্রেফতারকৃত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর বিলবাড়ী গ্রামের মোঃ আফাজুল হক (কালু) ও মোসাঃ সেরিনা বেগমের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৫), বালুচর উত্তর পাড়া গ্রামের মৃত মুন্তাজ আলী ও শহরবানুর ছেলে মোঃ উলাদ আলী (৪২), বিশ্বনাথপুর গ্রামের মোঃ মাইনুল ইসলাম ও মোসাঃ আয়েশা বেগমের ছেলে মোঃ ওয়াসিম আলী (২৬), রাঘবপুর গ্রামের মোঃ এজাবুল হক ও মৃত রেফালী বেগমের ছেলে মোঃ আমিরুল ইসলাম (২৪)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আব্বাস বাজারে জনৈক মোঃ সাদিকুল ইসলাম এপোলো মাস্টার এর দোতলা বিল্ডিং মিয়া প্লাজা-৩ এর সামনে হতে জোনাকী কল্যাণ সমিতিতে সাধারণ মানুষের জমাকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য মোঃ আমিনুল ইসলাম (২৫), পিতা-মোঃ আফাজুল হক @কালু, মাতা- মোসাঃ সেরিনা বেগম, সাং- শিবনগর বিলবাড়ী, মোঃ উলাদ আলী (৪২), পিতা- মৃত মুন্তাজ আলী, মাতা- শহরবানু, সাং- বালুচর উত্তর পাড়া, মোঃ ওয়াসিম আলী (২৬), পিতা- মোঃ মাইনুল ইসলাম, মাতা- মোসাঃ আয়েশা বেগম, সাং- বিশ্বনাথপুর, মোঃ আমিরুল ইসলাম (২৪), পিতা- মোঃ এজাবুল হক, মাতা- মৃত রেফালী বেগম, সাং-রাঘবপুর, সর্ব থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে জোনাকী কল্যাণ নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্লাংক চেক ব্লাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের একপর্যায়ে গত ১৭ অক্টোবর বর্ণিত এলাকা হতে জোনাকী কল্যাণ সমিতি এনজিও এর মালিকসহ প্রতারক চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি গণমাধ্যমে এনওজিওর বিষয়ে ব্যাপক লেখালেখি হলে র্যাব তা আমলে নিয়ে উক্ত অভিযান করতে উদ্বুদ্ধ হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।