চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দুর্গাপূজার প্রস্তুতির প্রায় শেষ দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটের মা ভবানী দুর্গা ও কালিমাতা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনার পর জরুরি বৈঠক করেছে প্রশাসন। হিন্দু সম্প্রদায়ের নেতারা জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
গত রবিবার সকালে মন্দিরে এসে ভেঙে দেওয়া প্রতিমা দেখতে পেয়ে পুলিশকে জানায় মন্দির কমিটির নেতৃবৃন্দ। এ ঘটনার পর থেকেই সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী জানান, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। সেই সাথে প্রত্যেক মন্দির কমিটিকে মন্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। জেলা প্রশাসক আমাদের সাথে বসবেন বলেছেন, তার সাথে মিটিংয়ের পরই আমরা সিদ্ধান্ত দিব, আমরা পূজা করব কি করব না।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন। সেই সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।