রাজশাহী প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে ছুরিকাঘাতে ২ কিশোর নিহত ও চারজন আহত হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে জেলার মল্লিকপুর হাটিতে স্থানীয় বিএনপি নেতার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময় রাত সাড়ে ১০ টার দিকে দুগ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে এক গ্রুপ। এতে ছুরিকাঘাতে নাচোলের খলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ (২০) ও চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫) নিহত হয়। এছাড়া আহত হয় আরও ৪ জন। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা বলছে অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে ঘটনার এক প্রতক্ষ্যদর্শি জানান, নিহতরা রাতের আধারে দেয়ালে স্বৈরাচার সরকারের “জয়বাংলা” শ্লোগান লিখছিলেন। এরই জের ধরে ঘটনার সূত্রপাত। জানা যায়, মাসুদ রানা(২০) চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের, ইলেকট্রিকাল ডিপার্টমেন্ট শাখার ছাত্রলীগের সভাপতি ও নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন এবং রায়হান(১৫) নাচোল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৮/১৯ বছর বয়সী ছেলেদের মধ্যে কথা কাটা-কাটি হয়। অনুষ্ঠান শেষের পরই সংঘর্ষ হয়। ঘটনার অন্তরালে অন্য কোন ঘটনা আছে কিনা খতিয়ে দেখা হবে বলেও জানান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।