মোঃ ইয়ামিন হাসান শুভ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় মাদক সম্রাট ও সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদ রানা টিপু ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হওয়া আব্দুল হাকিম পিন্টুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও নির্যাতনের শিকার এলাকাবাসী।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন নিহত পিন্টুর পরিবার, একই এলাকার অন্যান্য হত্যাকান্ডের শিকার পরিবারের সদস্যরা এবং নির্যাতিত-নিপীড়িত সাধারণ নারী-পুরুষ ও শিশুরা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত পিন্টুর বাবা মামলার বাদী মোঃ হুমায়ন, পিন্টুর বোন মোসাঃ জান্নাতুন খাতুন, চাচা রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম, আরেক হত্যাকান্ডের শিকার জিয়াউর রহমানের স্ত্রী বাদী মোসাঃ মিলিয়ারা, স্থানীয় শওকত আলীসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, পিন্টু হত্যার দেড় মাস পার হলেও মূল অভিযুক্ত শাহিদ রানা টিপু চেয়ারম্যান এবং তার সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্যরা এখনও গ্রেফতার হয়নি। পুলিশ এখন পর্যন্ত মাত্র তিনজনকে গ্রেফতার করেছে, যা মামলার সঠিক তদন্ত ও বিচারের ক্ষেত্রে অপর্যাপ্ত।
অন্যদিকে, টিপু চেয়ারম্যান ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাস ও মাদকের কবল থেকে মুক্ত করতে শাহিদ রানা টিপু ও তার বাহিনীর দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চরবাগডাঙ্গার সোনাপট্টির পাশে লতিব মিনিস্টারের বাগানে শাহিদ রানা টিপু ও তার সহযোগীরা বীর মুক্তিযোদ্ধা মৃত সাবের আলীর ছেলে মোঃ হুমায়নের ছেলে আব্দুল হাকিম পিন্টুকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। তারপর পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত ২৩ জানুয়ারি দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিন্টু মারা যায়। এ ঘটনায় পিন্টুর বাবা মোঃ হুমায়ন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে স্লোগান দেন “পিন্টুর হত্যাকারীদের ফাঁসি চাই”, “মাদক ও সন্ত্রাস মুক্ত চাঁপাইনবাবগঞ্জ চাই”। এই মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে চলমান সন্ত্রাসবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।