মোঃ ইয়ামিন হাসান শুভ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্তে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ৭ কেজি ৪৫০ গ্রাম গান পাউডার (বিস্ফোরক) সহ মনিরুল ইসলাম (৫০) নামে এক কারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। আটককৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৪৫ হাজার টাকা। গতকাল শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের সালাম মেম্বারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে চোরাচরানের সময় তাদের আটক করা হয়। আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনার বিবরণ দেন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন।
তিনি জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, অস্ত্র ও বিস্ফোরক ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে জহুরপুরটেক বিওপির একটি চৌকস টহল দল তেকোনা নামক নদীর চর এলাকায় সকাল থেকে অপেক্ষা করতে থাকে, বিকাল ৫টার সময় ২ জনকে মাথায় ১টি পাতিল নিয়ে আসতে দেখলে তাদের পিছু ধাওয়া করলে ১ জনকে পাতিলসহ আটক করতে সক্ষম হন এবং অপরজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। উক্ত আটককৃত আসামির বিরুদ্ধে আইনত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় বিজিবি।