মোঃ ইয়ামিন হাসান শুভ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে থেকে আমেরিকার তৈরি ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ এক আসামিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (২৬ মে)রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ী নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম মো. কমল (৩৮)। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেতাংকা ছোট মসজিদ গ্রামের আলী হোসেনের ছেলে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি আটক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় আমেরিকার তৈরি ১টি বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ মো. কমলকে আটক করা হয়।