মোঃ আকছেদ আলী, পাবনা প্রতিনিধি
ভাঙ্গুড়াসহ চলনবিলের গ্রামগঞ্জের হাটবাজারগুলোতেও শাকসবজির চড়া দাম। মানুষের আয় কমলেও গত একমাস ধরে সবজির বাজারে আগুন লেগে আছে। করোনা সংকটে আয় কমার পাশাপাশি সবজির ক্ষেতে বন্যার পানি প্রবেশ করায় এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অনেক সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে আমদানি কমেছে। বেড়েছে মানুষের কষ্টের মাত্রা। উপজেলার শরৎনগর, পুঁইবিল, ময়দানদীঘি, অষ্টমনিষা, মির্জাপুরসহ বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি করলা ৮০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, পটল ৫০-৬০ টাকা, কচুরলতি ৪০ টাকা, আলু ৪০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমদামের মধ্যে পেঁপে ২৫ টাকা কেজি ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজিই শুধু নয়, বাজারে এখন চাল, ডাল, ডিম, গরুর মাংস, বয়লার মুরগী, রসুন, আদার দামও চড়া। ভোজ্য তেলের দাম কিছুটা বাড়লেও পেঁয়াজের দাম কেজিতে এক লাফে ৪০ থেকে ৭০ টাকা হয়েছে। পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে টানপোড়েনের কারণে বাজার খরচ কমাতে বাধ্য হচ্ছে মানুষ। বাজারে তাই ক্রেতাও কম। চলনবিলের সবগুলো উপজেলায় সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ায় মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে। শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত স্বস্তি ফিরবে না বলে খুচরা বিক্রেতারা মন্তব্য করেছেন।