চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। ২০১৭ সালে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে আহ্বায়ক করে এ পরিবার নতুন করে যাত্রা করে। মূলত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ ও বিদেশি ছবি আমদানিতে অনিয়মের প্রতিবাদে এই পরিবারের জন্ম।
এরপর চলচ্চিত্রের নানা সংকটে এই পরিবারকে ভূমিকা রাখতে দেখা গেছে।
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিতি, মেকআপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজারদের সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মোট ১৮টি সংগঠন নিয়ে এই পরিবার। বর্তমানে এই সমিতির মুখপাত্র চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর।
এবার এই পরিবারে যোগ দিলো হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। আজ শনিবার (৫ মার্চ) এফডিসিতে ১৮ সংগঠনের এক সভা শেষে এই তথ্য জানান চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।
তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আলোচনা চলছিল হল মালিকরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে সেই যাত্রা শুরু হলো।
আজ চলিচ্চত্র পরিবারের সভায় উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির নেতারা। তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। দ্রুত তাদের কার্যালয়ে যাবো।’
পরিচালকদের এই নেতা বলেন, ‘আশা করছি প্রদর্শক সমিতিকে সঙ্গে পেয়ে চলচ্চিত্র পরিবার আরও মজবুত হবে। চলচ্চিত্রের এই সংকটকালে ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে।’
প্রদর্শক সমিতি যোগ দেয়াওয় চলচ্চিত্র পরিবারে সংগঠন সংখ্যা এখন ১৯টি।
এদিকে অপূর্ব রানা জানান, আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন না শিল্পী সমিতির প্রতিনিধিরা।