রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে একটি বর্ষপঞ্জিকা তুলে দেন জেলা প্রশাসককে। গতকাল মঙ্গলবার বিকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরাফাত হোসাইন প্রমুখ। এসময় বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে রাউজান সৌভাগ্যের অধিকারী ও সমৃদ্ধ উপজেলা। এ উপজেলার প্রাকৃতিক পরিবেশ, সাহিত্য-সংস্কৃতি ও সম্ভাবনার চিত্রসমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে। তিনি রাউজান প্রেসক্লাবের অগ্রগতি কামনা করেন।