চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার “কামিল ২০০৮ ব্যাচ বন্ধু ফোরামের” আয়োজনে গত মঙ্গলবার বিকাল ৩টায় মুরাদপুরস্থ জামান হোটেল এন্ড রেস্টুরেন্টের হলরুমে শেরে খোদা আলী মুরত্বাদা (রঃ) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্ধু ফোরামের সদস্য মুহাম্মদ আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জহির উদ্দিন চৌধুরী। নাত পরিবেশন করেন মাওলানা হাবিবুর রহমান আল কাদেরী।
উক্ত শেরে খোদা আলী মুরত্বাদা আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা কাশেম রেজা নঈমী। প্রধান বক্তা ছিলেন পীর মাওলানা সৈয়্যদ আবু নওশাদ নঈমী। এসময় বক্তব্য প্রদান করেন মাওলানা কাজী মিজানুল কাদের, মাওলানা জহির উদ্দিন চৌধুরী, ব্যাংকার মাওলানা মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা হাবিবুর রহমান আল কাদেরী, মাওলানা মাসউদ আত্তারী, মাওলানা এস এম শফিউল আলম প্রমুখ। মাওলানা এস এম শফিউল আলমের মিলাদ কিয়াম পরিবেশন শেষে বিশ্ব শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসউদ আত্তারী।