চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার রামপুর চিংড়িজোনের মৎস্য ঘেরে লুটপাট ও তিনটি বাড়িতে অগ্নিসংযাগ করেছে সন্ত্রাসীরা। এসময় চিংড়ি ঘেরে থাকা গরু-ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এতে ঘের মালিকদের ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
রামপুর সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন জানান, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজার শাহবাগ এলাকায় রামপুর সমবায় সমিতির মালিকানাধিন বিপুল পরিমাণ চিংড়ি ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে রামপুর সমিতির সদস্যরা বসতি স্থাপন করে সেখানে বসবাস করছেন। তাদের মালিকানাধীন চিংড়ি ঘেরগুলোতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। মাছ চাষের পাশাপাশি গরু-ছাগল, হাঁস-মুরগি লালন পালন করছেন।
গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি প্রভাবশালী মহল তাদের চিংড়ি ঘেরগুলো দখল নিতে দফায় দফায় সশস্ত্র মহড়া দিয়ে আসছেন। এরই মধ্যে বেশ কয়েকবার দখলের চেষ্টাও করেছেন। শেষ পর্যন্ত দখলবাজ চক্রটি চিংড়ি ঘেরে লুটপাট ও বসতি উচ্ছেদ করতে হুমকি ধমকি দিচ্ছেন।
ক্ষতিগ্রস্থরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে অর্ধ-শতাধিক সশস্ত্র সন্ত্রাসী শাহবাগ এলাকায় স্থানীয়দের জিম্মি করে তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছে। এসময় রামপুর সমবায় সমিতির সদস্য জয়নাল আবেদীন, শাহ আলম ও আহমদ মিয়ার মালিকানাধীন তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘেরের মাছ, বাড়িতে থাকা মূল্যবান মালামাল, পালনকৃত গরু-ছাগল ও হাঁস-মুরগি লুট করে নিয়ে যায়। এতে তাদের ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।