আন্তর্জাতিক ডেস্ক
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়েছে। ঝড়ে দেশটিতে এখন পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি নিহত হয়েছে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী বুধবার সকালে এ তথ্য জানিয়েছে।
সিত্তের থেত কে পাইন গ্রামের শিক্ষক ইউ থেইন শোয়ে বলেছেন, কয়েকটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০ জন বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। তিনি বলেন, সান পিয়া শিবিরে পাঁচজন বন্যায় নিহত হয়েছেন। অন্য দুটি শিবির সম্পূর্ণভাবে ভেসে গেছে। আমরা সেগুলোতে কমপক্ষে ২০ জনের মরদেহ পেয়েছি। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
ইউ থেইন শোয়ে জানিয়েছেন, তিনি পাইন গ্রামের বাইরে ১৫টি মরদেহ দেখেছেন। তিনি আরও জানান, বায়দা গ্রামের প্রায় ১১০ জন এবং দার পাই গ্রামের আরও ২০০ রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।
ইরাবতী বলছে, ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারের সিত্তেতে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই বঙ্গোপসাগরে সবচেয়ে বড় ঝড়।