নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজুপাড়া থেকে বস্তা ভর্তি ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি।
মঙ্গলবার সকালে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করার বিষয়টি জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফারুক হোসেন খান।
তিনি বলেন, মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে রেজুপাড়া সংলগ্ন আমবাগান অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে গর্জনবুনিয়া চাকমাপাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা সাথে থাকা বস্তা দুইটি ফেলে দিয়ে পাহাড়ী জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।
উদ্ধার করা মাদকের চালান পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। তিনি আরও জানান, উদ্ধার করা মাদকের চালান বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।