আগের রাতে শক্তিশালী ফরচুন বরিশালের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন কলিন ইনগ্রাম। তার ঝড় তোলা ব্যাটিংয়ে বরিশালের করা ২০০ রানের সংগ্রহ প্রায় টপকেই গিয়েছিল সিলেট সানরাইজার্স। আজ বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচেও হাসলো ইনগ্রামের ব্যাট। যার সুবাদে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে সিলেট।
নিজেদের ঘরের মাঠে আগের দুই ম্যাচ হেরেছিল স্বাগতিক দলটি। আজ শেষ ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। দলের দক্ষিণ আফ্রিকান ওপেনার ইনগ্রামের ব্যাট থেকে এসেছে ৮৯ রান। আরেক ওপেনার এনামুল হক বিজয়ও খেলেছেন ৩৩ বলে ৪৬ রানের ইনিংস।
ম্যাচটিতে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০৫ রান যোগ করেন এনামুল ও ইনগ্রাম। দুই প্রান্ত থেকেই সমান তালে আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১২.২ ওভারে আসে এই রান।
ইনিংসের ১৩তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ফাফ ডু প্লেসির হাতে ধরা পড়েন এনামুল। তার ব্যাট থেকে আসে ৪ চার ও ৩ ছয়ের মারে ৩৩ বলে ৪৬ রান। এরপর খানিক ধাক্কা লাগে সিলেটের ইনিংসে। তিন নম্বরে নামা লেন্ডল সিমন্স ১৩ বলে ১৬ এবং অধিনায়ক রবি বোপারা আউট হন মাত্র ১ রান করে।
অপরপ্রান্ত থেকে সঙ্গ না পেলেও মারমুখী ব্যাটিং করতে থাকেন ইনগ্রাম। কিন্তু গত রাতের মতো আজও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ৮৯ রানে পৌঁছে যান এ বাঁহাতি ওপেনার। পরের বলেও ছক্কা মারার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি।
কুমিল্লার পক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এছাড়া তানভির ইসলাম ও সুনিল নারিনের শিকার ১টি করে উইকেট।