রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস লিমিটেড। এমন খবরে ঘরের বাইরে তালা দিয়ে ভেতরে থাকছেন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীরা।
সোমবার (৭ মার্চ) রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় এমন চিত্র দেখা যায়। ওই এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তিতাসের কর্মকর্তারা।
মঈনুল হক বলেন, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করছি। মজার ব্যাপার হলো আমরা অভিযানে এসে দেখি বাড়ির লোকজন বাইরে থেকে গেট তালা দিয়ে ভেতরে বসে আছেন। তারা আমাদের নিজেদের অনুপস্থিতি জানান দিচ্ছেন।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও তিতাস গ্যাস।