গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গত ২৮ অক্টোবর বিএনপি ও জামাতের মহাসমাবেশ চলাকালে ঢাকায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের সামনে সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাওসার চৌধুরী রন্টির সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাওছার, কার্যকরী কমিটির সহ-সভাপতি আলী হায়দার রবিন, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক তিলক রায় টুলু প্রমুখ। এসময় বক্তারা বিএনপির মহাসমাবেশে ঢাকার বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। এছাড়া আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।