ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এ.কে.এম.এ মোকতাদির স্মৃতি যাদুঘরের উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ডা. মোকতাদির চক্ষু হাসপাতালের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ স্মৃতি যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও স্ত্রী রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ডা মুকতাদিরের সহধর্মিণী অধ্যাপিকা ডা. মাহমুদা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ যাদুঘরের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা এ.কে.এম.এ মোকতাদিরের সভাপতিত্বে অলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান নাসের, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাজহারুল আনোয়ার প্রমুখ।
ডা. এ.কে.এম.এ মুকতাদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও ময়মনসিংহের গৌরীপুর ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি ও তার সহধর্মিণী ডা. মাহমুদা খাতুনের একান্ত চেষ্টায় ২০০৪ সালে গৌরীপুর বোকাইনগরে নয়াপাড়া গ্রামে এ চক্ষু হাসপাতাটি
প্রতিষ্ঠা করেন।
ডা. মুকতাদির স্মৃতি যাদুঘরে স্থান পেয়েছে বিলুপ্ত গ্রাম বাংলার ঐতিহ্য হুঁকা, পানদানী, কলের গান, রয়েছে ম্যাগনেটো টেলিফোন, মারফি রেডিও, টেপরের্কডার, কাঠের হাওয়াইয়ান গিটার, চোখের যন্ত্রপাতি তৈরী এবং আবিষ্কার, কয়লার ইস্ত্রি, পিতল ও কাঁসার জিনিসসহ বিভিন্ন ধরনের প্রায় শতাধিক আইটেম। এছাড়া তাকে নিয়ে এবং তার প্রতিষ্ঠানকে নিয়ে ৪৮ বছরের সংবাদপত্রের কাটিং স্থান পেয়েছে। এছাড়াও চিকিৎসায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে দেশের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক লাভ করেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পদকসহ ১৯টি অ্যাওয়ার্ড অর্জন করেন।