গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১০টায় রহনপুর মহিলা কলেজ হল রুমে গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী (অবঃ) মোঃ জিন্নাউল আওয়াল জিন্নাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ ও গোমস্তাপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ রবিউল আওয়াল, রহনপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ আসলাম হোসেন, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুঃ নাজমুল হুদা খান রুবেল, মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খাদিমুল ইসলাম, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল মামুন ও গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঃ সারওয়ার হাবিব প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী ৯০ জন প্রতিযোগীর মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় এবং ৬১ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।