গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গভীর নলকূপের ড্রেনে পড়ে মোঃ নাঈম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে। গত শনিবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলার আলীনগর ইউনিয়নের আলিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, মৃত নাঈম বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলা অবস্থায় বরেন্দ্র কর্তৃপক্ষের গভীর নলকূপের ড্রেনে পড়ে গিয়ে পানির স্রোতে পাইপের ভিতর ঢুকে পড়ে। তার পিতা-মাতা খোঁজ করতে গেলে ড্রেনের পাইপের ভিতর দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।