গাইবান্ধা প্রতিনিধি
চতুর্থ ধাপে গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪ ইউনিয়নে ৪০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত (জমা পড়া) ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। যারা জামানত হারিয়েছেন রাজাহার ইউনিয়নে ৩ জন, রাখালবুরুজে ৩ জন, নাকাইয়ে ৪ জন, সাপমারায় ৫ জন, শাখাহারে ৫ জন, কোচাশহরে ৩ জন, দরবস্তে ৩ জন, হরিরামপুরে ২ জন, ফুলবাড়ীতে ২ জন, কামদিয়ায় ৩ জন, শালমারায় ৩ জন, গুমানিগঞ্জে ২ জন, কাটাবাড়ীতে ১ জন এবং তালুককানুপুরে ১ জন। একমাত্র মহিমাগঞ্জ ইউনিয়নে চার চেয়ারম্যান প্রার্থীর কেউই জামানত হারাননি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর জামানত হিসেবে ৫ হাজার টাকা করে জমা থাকে। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের নিচে এক ভোট কম পেলেই তার জামানতের টাকা নিয়মানুযায়ীই বাজেয়াপ্ত হয়।