এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি
বৈশ্বিক করোনা মোকাবেলায় গোপালগঞ্জের সাহসী সম্মুখযোদ্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদিকুর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার গোপালগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য ইউএনও তার নমুনা দেন এবং একই দিন রাতে পজিটিভ ফলাফল পাওয়া যায়। গত বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ইউএনও এখন তার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। মো. মনোয়ার হোসেন আরও বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে টানা কয়েক মাস ধরে লড়াই করা সাদিকুর রহমান নিজেই আক্রান্ত হয়েছেন। তিনি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।