গোপালগঞ্জ প্রতিনিধি
বিসিক কার্যালয় কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ শুরু হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই মেলার শুভ উদ্বোধন করেন। গোপালগঞ্জে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, ক্রয়- বিক্রয়, বাজারজাতকরণে ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর মোট ৪২টি স্টলে গোপালগঞ্জের স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি পিরোজপুর থেকে সোনাই কুটির শিল্প, ফরিদপুর থেকে আলেয়া জুট প্রডাক্টস্ এন্ড হ্যান্ডি ক্রাফ্টস, খুলনা থেকে শিহাব বুটিক্স, ঢাকা থেকে হীরা এন্টারপ্রাইজ, চুয়াডাঙ্গা থেকে বেবী হ্যান্ডি ক্রাফট্স, রাজশাহী থেকে ই-ফ্যাশন এন্ড বুটিক্সসহ অন্যান্য স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক লোকসঙ্গীত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক গৌরব দাস বলেন, বেকারত্ব দূরীকরণে যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং দেশীয় পণ্যের বাজার প্রসারিত করাই আমাদের এই মেলার মূল উদ্দেশ্যে।