গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ থেকে মাদারীপুরের টেকেরহাট পর্যন্ত মহাসড়কটির মাঝে প্রায় তিন শতাধিক বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্ত করার কাজ। বাজেট থাকা সত্ত্বেও সড়ক ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতায় সরানো যায়নি বৈদ্যুতিক খুঁটিগুলো। এই নিয়ে একে অপরকে দুষছে বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগ।
গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে সদর হয়ে মাদারীপুর জেলার টেকেরহাট পর্যন্ত ৪৪ কি: মি: দৈর্ঘ্যরে মহাসড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করার কাজ চলছে। ৬১২ কোটি টাকা খরচে এই মহাসড়কের নির্মাণকাজ আগামী বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা। কিন্তু মহাসড়কের গোপালগঞ্জ অংশে রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো) এবং পল্লী বিদ্যুতের প্রায় তিন শতাধিক বৈদ্যুতিক খুঁটি। এসব খুঁটি না সরিয়ে চলছে রাস্তা প্রশস্ত করার কাজ। ফলে এই অংশে কাজের মান নিয়ে স্থানীয় সকলেই ক্ষোভ প্রকাশ করছে। বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে কাজ করায় মাটি ঠিকমত লেভেলিং করা যাচ্ছে না। আর কাজ সম্পন্ন হলেও চলাচলের জন্য মহাসড়কের এই অংশটি হয়ে উঠবে বেশ ঝুঁকিপূর্ণ।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন জানান, সদর উপজেলা থেকে ঘোনাপাড়া পর্যন্ত রাস্তার উপরে থাকা দুইশটি খুঁটি সরানোর জন্য গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওজোপাডিকোকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো) এর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, খুঁটি সরিয়ে নেওয়ার জন্য বরাদ্দকৃত অর্থ সড়ক বিভাগ থেকে দেওয়ার কথা। এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সে টাকা পেলে আমরা দ্রুত খুঁটি সরিয়ে ফেলার কাজ শুরু করবো।