গোপালগঞ্জ প্রতিনিধি : শীতের সকালে কুয়াশার মধ্যে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের সবজি চাষিরা। পূর্বাকাশে সকালের রোদ যখন উঠতে শুরু করেছে, ফসলের ক্ষেতে কৃষকরা তখন সবজি তুলছেন। জেলার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ জমি শীতকালীন সবজিতে ভরে গেছে। চলতি বছরে শীতের সবজির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।
‘এক ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না’ -প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের সবজি তোলায় ব্যস্ত এই অঞ্চলের কৃষকেরা। শীতের শুরুতেই তাদের উৎপাদিত সবজির বিক্রি সবচেয়ে বেশি। আর এই সময়ে দামও ভালো পাওয়া যায়। গোপালগঞ্জ জেলার ৫ উপজেলাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার হেক্টর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন স্থানীয় কৃষকেরা। এ বছর বন্যা না হওয়ায় আগেভাগেই সবজি বাগান শুরু করা হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউ, শিম, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, মূলা শাক, পালং শাক জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। সবজি বিক্রি করে দামও ভালো পাচ্ছে। এতে স্থানীয় কৃষকরা দেখছেন লাভের মুখ। মৌসুমের শুরুতে দাম ভালো পাওয়ায় চাষিরা ঝুঁকছে আগাম সবজি চাষের দিকে।
শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত সবজি নিজ এলাকার পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। প্রতিদিন পাইকারেরা এসে সবজি কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। সবজির দাম ভালো হওয়ায় খুশি কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এই বছর উপজেলায় বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার অনেক বেশি শাক- সবজি উৎপাদন হবে। এতে কৃষকরা লাভবান হবে। আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে কৃষকরা আগাম জাতের শীতকালীন সবজি চাষে লাভের মুখ দেখছেন।