গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ এর উদ্যোগে অসহায় দরিদ্র ৪শত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও যাকাত ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরসহ গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ। এরই অংশ হিসেবে আজ সোমবার মুকসুদপুরের কাঁসালিয়া ইউনিয়নের গুনহর গ্রামে ৪শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজাউল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ, আলহাজ্ব মোঃ বাবুল সরদার, এনামুল হক সরদার, নাজমুল হক সরদার, মাহামুদুল হাসান মামুন প্রমুখ।
গোপালগঞ্জের বাইরের জেলাগুলোতে বিশেষ করে খুলনা, বাগেরহাট, ফেনী, টাঙ্গাইল, পাবনা, গাইবান্ধা, রংপুর, নীলফামারী এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতে মোট ৬ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হবে বলে জানান জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজাউল করিম।