মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক স্থানে এমাদ পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক স্থানে পিরোজপুর থেকে ছেড়ে আসা এমাদ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পরিবহনের চালক ও একজন মহিলাসহ ৫ জন নিহত হয়েছে এবং ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় কাশিয়ানী উপজেলা কমপ্লেক্স, মুকসুদপুর উপজেলা কমপ্লেক্স, খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মারা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতরা হলেন- খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান (৩৫), গোপালগঞ্জ সদরের সুলতান শাহীর মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪) ও এমাদ পরিবহনের চালক। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তির নাম জানা যায়নি।