এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ সাইফউদ্দিন, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ লিয়াকত হোসেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার সকল কার্যক্রমের সাথে আমরা রয়েছি। করোনার ভ্যাকসিন আবিস্কৃত হলে অন্যান্য সকল দেশের সাথে আমরাও তা পেয়ে যাবো। প্রথম সারির করোনা যোদ্ধাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় করেন তিনি।