গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ ট্রেডার্সের বরাদ্দকৃত টিসিবির ভর্তুকির বিপুল পরিমাণ পণ্যু কালোবাজারে বিক্রির সময় জনগনের হাতে আটক হয়েছে। জানাগেছে, গত বুধবার রাতে গোপালগঞ্জ টিসিবির ডিলার মোঃ হাবিবুর রহমানের গোপালগঞ্জ ট্রেডার্সের বরাদ্দকৃত জালালাবাদ ও করপাড়া ইউনিয়নের ৫০০ প্যাকেজ মাল কালোবাজরে বিক্রির সময় গোপালগঞ্জ শহরের বাজার রোডের সমবায় মার্কেটের সামনে ভ্যান ভর্তি ১০ বস্তা চিনি, ডাল, ছোলা ও ৮ কার্টুর সয়াবিন তেল যার পরিমাণ ১৪৪ লিটার, ২০০ কেজি ছোলা, ১৫০ কেজি ডাল, ১৫০ কেজি চিনি, কালোবাজারে বিক্রির সময় জনগনের হাতে আটক। আটককৃতরা তাৎক্ষনিক গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ০১৭২৭৬৪৬৪৪০ মুঠোফোনে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ মনির মিনা ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবকে নিশ্চিত হয়ে জানালে তিনি আটককৃত পণ্যগুলি তালিকা করে কারো জিম্মায় রাখার নির্দেশ দেন। কিন্তু অদৃশ্য কারণে টিসিবির আটককৃত পণ্যগুলি হাওয়া হয়ে যায়। সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫টি নতুন ডিলার নিয়োগ দেন। নিয়োগে তদন্ত কর্মকর্তা ছিলেন উপজেরা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান, তিনি টাকার বিনিময়ে তাকে সুপারিশ করেছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য জনৈক হাবিবুর রহমান গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী ঠিকানায় উক্ত মাল বরাদ্দ পান। নিয়ম অনুযায়ী তার কোন মুদি দোকান নেই। মাল তুলেছেন মেজবাহ সিকদার, তিনি মাল তুলে কালোবাজারে বিক্রি করেছেন। ক্রয় করেছেন লিমন সাহা ও সাদ্দাম মুন্সী। ঘটনাটি তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানায় গ্রহীতারা।