গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সৌজন্যে কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৮০ জন কৃষকের প্রত্যেকের এক বিঘা জমিতে (৩৩ শতাংশে) মাসকলাই চাষের জন্য জনপ্রতি ৫ কেজি উন্নতমানের মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন এর সভাপতিত্বে উক্ত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার, অতিরিক্ত উপ-পরিচালক বিধান রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হামিদুল ইসলাম, মোঃ লোকমান হাকিম এবং উদ্ভিদ সংরক্ষণ অফিসার লিয়াকত হোসেন। এছাড়াও জেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।