এস এম বদরুল আলম, গোপালগঞ্জ প্রতিনিধি : র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়ার গোলচত্ত্বরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দলটি আসামী শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৩)কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আকাশের বাড়ী কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পশ্চিম রাতইল গ্রামে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর নিকট হতে ৩ হাজার ৩শত ৫০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সে দীর্ঘদিন যাবত অত্র এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।