এস এম বদরুল আলম, গোপালগঞ্জ প্রতিনিধি
গত শনিবার রাত ১১টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের যমুনা ব্যাংকের সামনে একটি তেলের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাত দশটার দিকে তেলের গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তেলের গোডাউনের পাশে তিনটি স্বর্ণের দোকান এবং ২টি মুরগির দোকানসহ যতগুলো মুদি দোকান ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মোট ৩৪টি দোকান পুড়ে গেছে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার পর আমরা জানতে পারলে প্রথমে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আরও দুইটি ইউনিটকে খবর দেই। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মোঃ লিটন আহমেদ ও সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক টিমসহ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিনটি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রথমে একটি তেলের গোডাউনে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকানে। এসময় তিনটি স্বর্ণের দোকানসহ মোট ৩৪টি দোকান পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে, প্রায় ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাবো। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে।