মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ১২ মিনিট) আঘাত হানে এ ভূকম্পন।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সান্তা লুসিয়া কোটজুমালগুয়াপা শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গুয়েতেমালা ছাড়াও প্রবল শক্তিশালী এ ভূকম্পনের প্রভাব প্রতিবেশী দেশ এল সালভাদর ও মেক্সিকোতেও অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গুয়েতেমালার সান্তা লুসিয়া কোটজুমালগুয়াপা শহরে ২০১৭ সালে ৬ দশমিক ৯ মাত্রার প্রাণঘাতী এক ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে মারা যান অন্তত পাঁচজন। এর আগে ২০১৪ সালে একই মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন তিন জন।