নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার (৭ মার্চ) ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।’