ফরিদপুর প্রতিনিধি : গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম বর্বরতার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আয়োজনে এ মানববন্ধনে পেশাজীবীরা অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা গাজায় হামলাকে মানবতার লঙ্ঘন দাবি করে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে এই হামলা মোকাবেলার আহ্বান জানান। তারা অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, এই হামলা বিশেষ কোন ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়, এ হামলা মানবতার বিরুদ্ধে। এসময় তারা ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক বাবু নিতাই রায়ের সভাপতিত্বে এসময় সদস্য সচিব সুব্রত রবিদাস, যুগ্ম আহ্বায়ক সমীর কুমার সাহা, অয়ন সাহা পিলু, টুটুল কুমার কুন্ডু এবং সুজন বিশ্বাস ছাড়াও মহানগর শাখার আহ্বায়ক ননী গোপাল ও সদস্য সচিব অ্যাডভোকেট এড. বিশ্বনাথ সরকার স্বাধীন উপস্থিত ছিলেন।