কথিত বাণিজ্যিক সিনেমা না হলে ইন্ডাস্ট্রি চলে না; এমন একটি ধারণা প্রায় সব সিনেমা ইন্ডাস্ট্রিতেই রয়েছে। কথাটা সঠিক নাকি ভুল, তা প্রশ্ন সাপেক্ষ। এই দোটানার ফাঁকে যদি ভারতের কলকাতার সিনেমায় চোখ রাখা যায়, তাহলে ধারণাটি যে পুরোপুরি সত্য নয়, সেটা নির্দ্বিধায় মেনে নেবেন সবাই।
করোনার কারণে প্রায় স্তব্ধ হয়ে ছিল সিনেমা ইন্ডাস্ট্রিগুলো। মানুষকে করে দিয়েছে সিনেমা হলবিমুখী। সেই প্রতিকূল পরিস্থিতি সামলেই দারুণ ব্যবসা করছে কলকাতার নতুন দুটি সিনেমা। এগুলোর নাম ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ও ‘বাবা বেবি ও’।
গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমা দুটি। এরইমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এগুলো। কলকাতার গণমাধ্যমেও উঠে আসছে সেই বন্দনা। শুধু তাই নয়, নির্মাতা-প্রযোজকরাও উচ্ছ্বাস ভরা মনে জানাচ্ছেন তাদের সাফল্যের কথা।
সৃজিত মুখার্জি পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমাটি মুক্তির পর মাত্র তিনদিনেই কোটি টাকার বেশি ব্যবসা করেছে বলে নিশ্চিত করেছেন এর প্রযোজক মহেন্দ্র সোনি। চমকপ্রদ ব্যাপার হলো, করোনার কারণে সিনেমা হলে মাত্র ৭৫ শতাংশ দর্শক দেখার সুযোগ পাচ্ছে। এরপরও চুটিয়ে ব্যবসা করছে সিনেমাগুলো।
‘বাবা বেবি ও’ সিনেমাটি পরিচালনা করেছেন অরিত্র মুখার্জি। এতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সিনেমাটির হাউজফুল শো যাচ্ছে বলে জানিয়েছেন এর প্রযোজক শিবপ্রসাদ মুখার্জি।
তিনি বলেন, ‘৮৮ লাখ রুপির সিনেমা মাত্র তিন দিনেই ৫৫ লাখ রুপি ব্যবসা করেছে। প্রযোজক হিসেবে এইটুকু বলতে পারি যে, অরিত্র এবং তোমার টিম তোমরা যেমনভাবে দর্শককে হলমুখী করেছো, তেমনভাবে এই দুর্দিনেও প্রযোজকের ঘরে টাকা ফেরত আনতে পেরেছো।’
মহামারির পর কলকাতার মানুষকে সিনেমা হলে নিয়ে আসার উৎসব শুরু করিয়েছিল ‘টনিক’। যেটি মুক্তি পায় গত ডিসেম্বরে। পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব অভিনীত সিনেমাটি বেশ সাড়া পেয়েছিল। বক্স অফিসেও হয়েছে সফল। তবে জানুয়ারিতে করোনার মাত্রা বাড়ায় ফের শঙ্কা দেখা দেয়। কিন্তু এর মধ্যেই শক্ত হাতে হাল ধরেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ও ‘বাবা বেবি ও’।
বলে রাখা প্রয়োজন, বেশ কয়েক বছর ধরেই টালিউডে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে গল্পনির্ভর সিনেমাগুলো। বাণিজ্যিক সিনেমাগুলো সেভাবে ব্যবসা করতে পারছে না। তাই নির্মাতা-প্রযোজকরা যেমন ভালো গল্পের সিনেমায় নজর দিচ্ছেন, দর্শকরাও সেগুলো লুফে নিচ্ছেন আনন্দচিত্তে।